একজন শিল্পী (The Artist)

Identity

সব শিল্পকলা অন্ধকারের মধ্যে শুরু হয়। সেই শিল্পকলা সুন্দর হবে কি হবে না, সেটা নির্ভর করছে শিল্পীর উপর। শিল্পকলা একটি অসাধারণ রূপক যীশুর সাথে আমাদের সম্পর্কের। তিনি আমাদের সাথে লেগে থাকেন, আমাদেরকে ছিঁড়ে ফেলে দেন না, অথবা মুছে দেন না এবং তিনি তাঁর সেরা শিল্পকর্ম তৈরি করেন।